হাই প্রেশার ওয়াশার
হাই প্রেশার ওয়াশার কি ?
পানির ফোর্সকে কাজে লাগিয়ে কঠিন ময়লা খুব কম সময়ে আধুনিক পদ্দতিতে পরিষ্কার করার জন্য যে মেশিন ব্যবহার করি সেটাই মূলত হাই প্রেশার ওয়াশার।
হাই প্রেশার ওয়াশার এর কাজ কি ?
বাইক,বাইসাইকেল,গাড়ি,কংক্রিট এর দেয়াল, বিটুমিন এর রাস্তা, বাড়ির গেট এবং যে কোন টাইপের বস্তু ওয়াশ করার ক্ষেত্রে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রেও হাই প্রেশার ওয়াশার এর ভূমিকা অনস্বীকার্য ৷ ( আমাদের শক্তিশালী (Nilfisk/Densin) ব্র্যান্ড এর এই হাই প্রেশার ওয়াশার এ উন্নতমানের মটর ব্যবহার করাতে এটি যেমন টেকসই তেমনি দীর্ঘস্থায়ী ও মজবুত, চলে দিনের পর দিন )
হাই প্রেশার ওয়াশার দৈনন্দিন কি কাজে ব্যবহার হয় ?
শক্তিশালী হাই প্রেশার সম্বলিত এই ওয়াশার এর পানি বের হওয়ার গতি এতটাই যে, যেকোন রকমের শুকনো,কর্নার এবং পুরাতন ময়লা পরিষ্কার করার জন্য এর কয়েক মিনিটই যথেষ্ট,তাই বাইক ওয়াশ এবং কার ওয়াশের পাশাপাশি আপনি বাসা-বাড়ীর মেঝে পরিষ্কার করার কাজেও এটি লাগাতে পারেন
কৃষি ক্ষেত্রে হাই প্রেশার ওয়াশার কি কাজে ব্যবহার হয় ?
বাগান,নার্সারি,ফসলি জমি কিংবা আম,পেয়ারা,লিচু,লেবু, আমড়া,সবেদা জাতীয় বড় গাছেও পানি স্প্রে কিংবা কিটনাষক স্প্রে করার কাজটিও করতে পারবেন I
হাই প্রেশার ওয়াশার কি ভাবে কাজ করে ?
এই হাই প্রেশার ওয়াশার এবং ওয়াটার গানটি সম্পূর্ণ অটো কাজ করবে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ লাগানো থাকলেও অযথা কারণে বিদ্যুৎ খরচ করবে না, যখন আপনি ওয়াটার গানের ট্রিগার টিপবেন তখনই কেবল প্রেশার ওয়াশার চলবে এবং পানি বের হবে এবং তখনই কেবল বিদ্যুৎ খরচ হবে Iপ্রতিদিন তিন ঘন্টা হারে চালালেও বিদ্যুৎ খরচ কিন্তু খুবই কম ৷
পানির অপচয় কিভাবে রোধ করা যায় ?
পানির প্রেশার বেশি থাকায় অল্প পানি দিয়েও পুরো একটি বাইক/গাড়ি পরিষ্কার করা সম্ভব,অর্থাৎ মাত্র এক বালতি পানি দিয়েই আস্থ একটি বাইক সম্পূর্ণ পরিষ্কার করা পসিবল I
আসলেই কি আরামদায়ক ব্যবহার ?
হ্যা, পাম্পের সাথে থাকা ওয়াটার গানটি অর্থাৎ নজেলটির মাথা ইচ্ছেমত ঘুরিয়ে পানির স্রোত মোটা চিকন করতে পারবেন,এমনকি ঝর্নার মত বহু নালে ও তুষার টাইপের স্প্রে-ও করা যাবে।এককথায় নজেলের মাথাটা ঘুরিয়ে আপনি আপনার ইচ্ছেমত পানির ধারা মোটা চিকন করতে পারবেন ৷পানি স্থানান্তরের ক্ষেত্রে পাইবের মাথা থেকে নজেলটি খুলে রাখলেই হবে, তাহলে যতক্ষণ কানেকশন দেয়া থাকবে ততক্ষণ এক জায়গায় পানি অন্য জায়গায় যেতে থাকবে, যতক্ষণ পানি শেষ না হয় ৷
ভালো মানের মেশিন কোথায় পাবো ?
পরিষ্কার পরিছন্ন করার সর্ব কাজের জন্য হাই প্রেশার ওয়াশার নানাবিধ কাজে ব্যবহার করতে পারবেন। অনেক ক্যাটাগরির হাই প্রেশার মেশিন পাবেন বাজারে, আমাদের কাছে থাকছে অনলাইনে অর্ডার করে ফ্রী হোম ডেলিভারী এর ব্যাবস্থা। শুধুমাত্র আপনাকে ভালো মানের ব্রান্ডের মেশিন সিলেক্ট করতে হবে। স্টক থাকতে সংগ্রহে করুন-আজই অর্ডার করুন ।